রোজা অবস্থায় স্ত্রীর ঠোঁটে চুম্বন করা যাবে কি?

জিজ্ঞাসা–৭৯২: রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করার সীমা কতটুক? স্ত্রীর ঠোঁটে চুম্বন করা যাবে কি? plz জানাবেন।–ফুয়াদ হাসান।

জবাব: বীর্যপাত ঘটা বা সহবাসে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকলে স্ত্রীকে চুমু খাওয়া জায়েয। এতে রোজার কোনো ক্ষতি হবে না।

আয়েশা রাযি. বলেন,

ﻛَﺎﻥَ ﺍﻟﻨَّﺒِﻲُّ    ﻳُﻘَﺒِّﻞُ ﻭَﻳُﺒَﺎﺷِﺮُ ﻭَﻫُﻮَ ﺻَﺎﺋِﻢٌ ﻭَﻟﻜِﻦْ ﻛَﺎﻥَ ﺃَﻣْﻠَﻜَﻜُﻢْ ﻟِﺈِﺭْﺑِﻪِ

রাসূলুল্লাহ রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতেন, স্ত্রীর সাথে মুবাশারা (আলিঙ্গন) করতেন। এবং তিনি ছিলেন তাঁর যৌনাকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে সবচেয়ে সক্ষম ব্যক্তি। (বুখারী-১৯২৭)

তবে যুবকদের যেহেতু এ আশঙ্কা থাকে তাই তাদের বেঁচে থাকা উচিত। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাযি. বলেন, আমরা নবী -এর নিকটে ছিলাম। ইতিমধ্যে একজন যুবক এল এবং প্রশ্ন করল, আল্লাহর রাসূল! আমি কি রোজা অবস্থায় চুম্বন করতে পারি? নবী ﷺ  বললেন, না। এরপর এক বৃদ্ধ এল এবং একই প্রশ্ন করল। নবী ﷺ  বললেন, হাঁ। আমরা তখন অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিলাম। নবী ﷺ  বললেন, আমি জানি, তোমরা কেন একে অপরের দিকে তাকাচ্ছ। শোন, বৃদ্ধ ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে। (মুসনাদে আহমদ ২/১৮০, ২৫০)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − eighteen =