রোজা অবস্থায় স্ত্রী কতৃক হস্তমৈথুন করে ফেললে…

জিজ্ঞাসা–১০৩২: আমার প্রশ্ন হল, আমি আমার স্ত্রীর কাছে রোজা রাখা অবস্থায় গিয়ে সাক্ষাত করি এবং তাকে চুম্বন করি সেও আমাকে করে এতে করে আমি উত্তেজিত হয়ে পড়ি। আর এ সময় আমার স্ত্রী আমার লজ্জাস্থান ধরে নাড়তে থাকে। এতে করে আমার বীর্য বের হয়ে যায়, এখন আমার রোজা কি ভেঙ্গে গেছে?–মুহা: ইছহাক।

জবাব: আপনি আল্লাহর কাছে তাওবা করুন। এর দ্বারা আপনার রোজা ভেঙ্গে গেছে এবং এই রোজার কাজা (এক রোজার পরিবর্তে এক রোজা) আপনার উপর ওয়াজিব। কেননা, কেউ যদি রোজার দিন হস্তমৈথুন করে এবং বীর্য বের হয় এতে তার রোজা ভেঙ্গে যায়। যদি এ রোজাটি ফরজ রোজা হয়ে থাকে তাহলে তাকে এ রোজা কাযা করতে হয় তবে তাকে কাফফারা দিতে হয় না। কারণ কাফফারা শুধু সহবাসের মাধ্যমে রোজা ভঙ্গ করলে সেক্ষেত্রে ফরজ হয়। আর আল্লাহর কাছে তওবা করতে হবে। (আলমুহীতুল বুরহানী ৩/৩৫০; আততাজনীস ওয়াল মাযীদ ২/৩৭৭; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৫)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 10 =