শরীরে রক্ত প্রবেশ করালে অযু ভাঙ্গবে কিনা?

জিজ্ঞাসা–১২৮৯: শরীরে রক্ত প্রবেশ করালে অযু ভাঙ্গবে কিনা?–ফরিদ উদ্দিন।

জবাব: অজু ভাঙ্গার জন্য রক্ত বের হওয়া ও ঢুকানো উভয় সমান। সুতরাং যেমনিভাবে রক্ত বের হওয়া অজু ভঙ্গের কারণ অনুরূপভাবে দেহে রক্ত প্রবেশ করানোর মাধ্যমেও অজু ভেঙ্গে যায়। (আহসানুল ফাতাওয়া ২/৩৮)

والله اعلم بالصواب

১ টি মন্তব্য

  1. ভুল ইসতিদলাল করা হয়েছে, কেননা-
    ১. পৃষ্ঠা নম্বর ভুল।
    ২. অনুবাদ ভুল। “রক্ত বের হওয়া এবং ঢুকানো উভয়টা সমান।” এই কথা আহসানুল ফাতাওয়ায় নেই। বরং সেখানে আছে: “ইচ্ছাকৃত রক্ত বের হওয়া এবং নিজে নিজে বের হওয়া উভয়টা সমান।” যেভাবেই বের হোক, অজু ভেঙে যাবে। (আহসানুল ফাতাওয়া: ২য় খন্ড, পৃষ্ঠা ২৭)

    ঢুকালে অজু না ভাঙার দলিল:
    আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. থেকে বর্ণিত, নিশ্চয় রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
    إِنَّمَا الْوُضُوءُ مِمَّا خَرَجَ ، وَلَيْسَ مِمَّا دَخَلَ
    শরীর থেকে যা কিছু বের হয় এ কারণে অযু ভেঙ্গে যায়, প্রবেশের দ্বারা ভঙ্গ হয় না। (সুনানে কুবরা লিলবায়হাকী ৫৬৮)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − nine =