শরীরে রক্ত প্রবেশ করালে অযু ভাঙ্গবে কিনা?

জিজ্ঞাসা–১২৮৯: শরীরে রক্ত প্রবেশ করালে অযু ভাঙ্গবে কিনা?–ফরিদ উদ্দিন।

জবাব: অজু ভাঙ্গার জন্য রক্ত বের হওয়া ও ঢুকানো উভয় সমান। সুতরাং যেমনিভাবে রক্ত বের হওয়া অজু ভঙ্গের কারণ অনুরূপভাবে দেহে রক্ত প্রবেশ করানোর মাধ্যমেও অজু ভেঙ্গে যায়। (আহসানুল ফাতাওয়া ২/৩৮)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =