শিশু ওযু ছাড়াই কোরআন ধরতে পারবে কি?

জিজ্ঞাসা–৩৬০: হুজুর, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন ছিলো যে, ছোট ৪ বছরের বাচ্চার হাতে বাচ্চার ওযু ব্যাতীত কোরআন শরীফ দেওয়া জায়েজ আছে নাকি?–মোঃ আশিকুল ইসলাম।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

শিশু বালেগ হওয়ার আগ পর্যন্ত তার ওপর শরীয়তের কোনো বিধান চাপানো যায় না। কেননা, রাসূলুল্লাহ বলেছেন,

رفع القلم عن ثلاثة: عن الصغير حتى يبلغ، وعن النائم حتى يستيقظ، وعن المجنون حتى يفيق

তিন ব্যক্তির উপর থেকে (দায়িত্বের) কলম উঠিয়ে নেয়া  হয়েছে, (১) ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়া পর্যন্ত (২) শিশু বালেগ হওয়া পর্যন্ত এবং (৩) পাগল বিবেকবুদ্ধি ফিরে পাওয়া পর্যন্ত। (আবু দাউদ ৪৪০৩ তিরমিযী ১৪২৩ নাসাঈ ৩৪৩২ ইবনে মাজাহ ২০৪১)

সুতরাং নাবালেগ শিশু ওযু ছাড়াই কোরআন ধরলে তার কোন গুনাহ হবে না। তবে বড়দের উচিত, শিশুকে এই শিক্ষা দেয়া যে, কোরআন ওযু ছাড়া ধরা যায় না।

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 4 =