শুধু পানি দ্বারা সেহরি হয় কিনা?

জিজ্ঞাসা–৩৩৩: সেহেরির সময় পানি খেয়ে রোজা রাখা যায় কিনা?–shirin islam: tajuli109@gmail.com

জবাব: সেহরি শুধু পানি দ্বারাও করা যায়। কেননা, হাদীস শরিফে এসেছে, আবু সায়িদ খুদরি রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন,

السَّحُورُ أَكْلُهُ بَرَكَةٌ فَلا تَدَعُوهُ وَلَو أَنْ يَجرَعَ أحَدُكُمْ جُرْعَةً مِنْ مَاءٍ فَإِنَّ اللهَ عَزَّ وَجَلَّ ومَلائِكتَهُ يُصَلُّونَ عَلى المُتسَحِّرينَ

সেহরি বরকতময় খানা, তোমরা তা ত্যাগ কর না, যদিও তোমাদের কেউ একঢোক পানি গলাধঃকরণ করে, কারণ আল্লাহ সেহরি ভক্ষণকারীদের ওপর রহমত প্রেরণ করেন ও ফেরেশতাগণ তাদের জন্য ইস্তেগফার করেন। (আহমদ: ৩/১২)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − ten =