শুধু পানি ব্যবহার করে পেশাব-পায়খানা থেকে পবিত্র হওয়া যায় না?

জিজ্ঞাসা–৫৮১: শুধু পানি ব্যবহার করে পস্রাব-পায়খানা থেকে পবিত্র হওয়া যায় না?– abdul aziz

জবাব: মূল বিষয় হল, পবিত্র হওয়া। কেউ যদি শুধু পানি ব্যবহার করার মাধ্যমে নাপাকি থেকে পবিত্র হতে পারে তাহলে তার জন্য ঢিলা বা টিসু ব্যবহার করা জরুরি নয়। তবে উত্তম হল, প্রথমে ঢিলা বা টিসু ব্যবহার করে এরপর পানি ব্যবহার করা। আনাস ইবনু মালিক রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,

كَانَ رَسُولُ اللَّهِ يَدْخُلُ الْخَلاءَ فَأَحْمِلُ أَنَا وَغُلاَمٌ نَحْوِي إِدَاوَةً مِنْ مَاءٍ فَيَسْتَنْجِي بِالْمَاءِ

রাসুলুল্লাহ যখন শৌচাগারে থাকতেন, তখন আমি এবং আমার মতই একটি বালক পানির লোটা নিয়ে যেতাম। অতঃপর তিনি পানি দ্বারা ইসতিনজা করতেন। (মুসলিম ৫১৩)

আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,

مُرْنَ أَزْوَاجَكُنَّ أَنْ يَسْتَطِيبُوا بِالْمَاءِ فَإِنِّي أَسْتَحْيِيهِمْ مِنْهُ إِنَّ رَسُولَ اللَّهِ كَانَ يَفْعَلُهُ

তোমরা তোমাদের স্বামীদের পানির সাহয্যে শৌচক্রিয়া সম্পাদন করতে নির্দেশ দিবে, আমি নিজে তাদের সে কথা বলতে লজ্জাবোধ করি। রাসূল নিজেও এইরূপ করতেন। (তিরমিযী ১৯)

উক্ত হাদিসের ব্যাখ্যায় ইমাম তিরমিযী রহ. বলেন,

 وَعَلَيْهِ الْعَمَلُ عِنْدَ أَهْلِ الْعِلْمِ يَخْتَارُونَ الاسْتِنْجَاءَ بِالْمَاءِ وَإِنْ كَانَ الاسْتِنْجَاءُ بِالْحِجَارَةِ يُجْزِئُ عِنْدَهُمْ فَإِنَّهُمْ اسْتَحَبُّوا الاسْتِنْجَاءَ بِالْمَاءِ وَرَأَوْهُ أَفْضَلَ

আলেমগণ এই ধরণের আমল করেন। পাথর বা ঢিলার সাহায্য ইস্তিঞ্জা যথেষ্ট হলেও পানি দ্বারা ইস্তিঞ্জা করাকে তাঁরা পছন্দনীয় ও উত্তম বলে মত ব্যক্ত করেছেন।

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 19 =