সন্তানকে পূর্ণ দু’বছর দুধ পান না করালে গুনাহ হবে কি?

জিজ্ঞাসা–৯৮৭: সন্তানকে ২ বছরের কম সময়ে (২৩মাস) কোনো বিশেষ কারণে দুধ খাওয়ানো ছেড়ে দিলে কি গুনাহ হবে?–Mahfuzah

জবাব: মায়ের উচিত কুরআনের হুকুম অনুযায়ী তাঁর সন্তানকে পূর্ণ দু’বছর দুধ পান করানো। তবে মা ও শিশুর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বিশেষ বিশেষ ক্ষেত্রে নবজাতক সন্তানকে মায়ের বুকের দুধ পান করানো থেকে বিরত রাখারও অনুমতি রয়েছে।আল্লাহ তাআলা বলেন,

وَ الْوَالِدٰتُ یُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَیْنِ كَامِلَیْنِ لِمَنْ اَرَادَ اَنْ یُّتِمَّ الرَّضَاعَةَ

মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দু বছর দুধ পান করাবে। এ সময়কাল তাদের জন্য, যারা দুধ পান করানোর মেয়াদ পূর্ণ করতে চায়। (সূরা বাকারা ২৩৩)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 9 =