সাহরী না খেলে রোজার সাওয়াব কি কমে যায়?

জিজ্ঞাসা–১৪৯৬: সাহরী না খেয়ে রোজা থাকলে রোজার সাওয়াব কি কমে যায়?–আহনাফ শাহরিয়ার।

জবাব: রোজা রাখার জন্য সাহরী খাওয়া জরুরি নয়; তবে সুন্নাত। রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً

তোমরা সাহরী খাও, কারণ সাহরীতে বরকত রয়েছে। (বুখারী ১৯২৩)

সুতরাং সাহরী না খেলে সুন্নাত আদায় হয় না বিধায় রোজার সাওয়াব কিছু কমে যায় বটে; তবে এর কারণে রোজার কোন ক্ষতি হয় না; বরং রোজা হয়ে যায়। (উমদাতুল কারী ১০/৩০০ রদ্দুল মুহতার ২/৪১৯)
والله أعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =