জিজ্ঞাসা-৬৮: সাহাবা আযমাইন রাদিয়াল্লাহু আনহুমদের নাম হুবহু সন্তানের নাম হিসেবে রাখতে চাইলে শরিয়তের দৃষ্টিভঙ্গি কি? উল্লেখ্য আমি একজনের কাছে শুনেছি হুবহু সাহাবাদের নামে নাম রাখা নাকি ঠিক নয়।–zamantauhid1
জবাব:আপনি যা শুনেছেন তা ভুল। কারণ, নেককার ব্যক্তিদের নামে নাম রাখা ভালো। এর মাধ্যমে নবজাতকের মাঝে সংশ্লিষ্ট নামের অধিকারী ব্যক্তির স্বভাব চরিত্রের প্রভাব পড়ার ব্যাপারে আশাবাদী হওয়া যায়। এ ধরনের আশাবাদ ইসলামে বৈধ। আর এটা জানা কথা যে,নেককার ব্যক্তিদের শীর্ষস্থানে রয়েছেন রাসূল (সাঃ) এর সাহাবায়ে কেরাম। তারপর তাবেয়ীন। তারপর তাবে তাবেয়ীন। এরপর আলেম সমাজ। বিশিষ্ট সাহাবী যুবাইর ইবনে আওয়াম(রাঃ) তার ৯ জন ছেলের নাম রেখেছিলেন বদরযুদ্ধে শহীদ হওয়া ৯ জন সাহাবীর নামে। তারা হলেন যথাক্রমে—আব্দুল্লাহ, মুনযির, উরওয়া, হামযা, জাফর, মুসআব, উবাইদা, খালেদ, উমর।(তাসমিয়াতুল মাওলুদ-বকর আবু যায়দ ১/১৭)
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন
- বর্তমানে কারো নাম ইসরাইল রাখা যাবে কি?
- অন্যরা আমলের সুনাম করলে তা ‘রিয়া’ হয় কি?
- কত বছর বয়স থেকে আমালনামায় গুনাহ লেখা শুরু হয়?
-
জান্নাতের নামসমূহ -
জাহান্নামের সাতটি নাম ও তার বিবরণ - শাদ্দাদের জান্নাত নামে কিছু ছিল কি?
- কোরআন মজিদের কোথাও কি রাসুলুল্লাহ ﷺ -কে নাম ধরে সম্বোধন করা হয় নি?
- কোন নাম রাখা জায়েয নয়?
- দেওবন্দ মাদরাসার নাম কেন দেওবন্দ মাদরাসা?
- শিশু কতদিন মায়ের দুধ পান করবে?
- সাহাবায়ে কেরামের নামে শিশুদের নাম রাখা যাবে কিনা?
- শিশুদের কপালে কালো টিপ দেওয়া যাবে কি না?
- মৃত সন্তান জন্ম নিলে তার দাফন করার নিয়ম কি?