সাহাবায়ে কেরামের নামে শিশুদের নাম রাখা যাবে কিনা?

জিজ্ঞাসা-৬৮: সাহাবা আযমাইন রাদিয়াল্লাহু আনহুমদের নাম হুবহু সন্তানের নাম হিসেবে রাখতে চাইলে শরিয়তের দৃষ্টিভঙ্গি কি? উল্লেখ্য আমি একজনের কাছে শুনেছি হুবহু সাহাবাদের নামে নাম রাখা নাকি ঠিক নয়।–zamantauhid1

জবাব:আপনি যা শুনেছেন তা ভুল। কারণ, নেককার ব্যক্তিদের নামে নাম রাখা ভালো। এর মাধ্যমে নবজাতকের মাঝে সংশ্লিষ্ট নামের অধিকারী ব্যক্তির স্বভাব চরিত্রের প্রভাব পড়ার ব্যাপারে আশাবাদী হওয়া যায়। এ ধরনের আশাবাদ ইসলামে বৈধ। আর এটা জানা কথা যে,নেককার ব্যক্তিদের শীর্ষস্থানে রয়েছেন রাসূল (সাঃ) এর সাহাবায়ে কেরাম। তারপর তাবেয়ীন। তারপর তাবে তাবেয়ীন। এরপর আলেম সমাজ। বিশিষ্ট সাহাবী যুবাইর ইবনে আওয়াম(রাঃ) তার ৯ জন ছেলের নাম রেখেছিলেন বদরযুদ্ধে শহীদ হওয়া ৯ জন সাহাবীর নামে। তারা হলেন যথাক্রমে—আব্দুল্লাহ, মুনযির, উরওয়া, হামযা, জাফর, মুসআব, উবাইদা, খালেদ, উমর।(তাসমিয়াতুল মাওলুদ-বকর আবু যায়দ ১/১৭)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =