জিজ্ঞাসা–৪৫৭: চার রাকাত ফরযের ক্ষেত্রে যদি তৃতীয় অথবা চতুর্থ রাকাতে সুরা ফাতিহার পর যদি অন্য সুরা পড়ে ফেলি সেক্ষেত্রে করণীয় কি?–Mohammad Tafsir Ahmed
জবাব: ফরয নামাজে তৃতীয়-চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানো হয় না, কিন্তু কেউ যদি ভুলবশতঃ অন্য সূরা মিলিয়ে ফেলে বা অন্য সূরা মিলানোর উদ্দেশ্য বিসমিল্লাহ পড়ে তাহলে এতে সাহু সেজদা ওয়াজিব হয় না। (আলমগীরী ১/১২৬)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
Thanks for this nice info…
যোহর, আসর বা চতুর্থ রাকাতে ইমামসাব যখন মনে মনে সুরা কেরাত পড়ে আমিও কি সুরা পড়ব? নাকি চুপ করে থাকব।
চুপ থাকবেন।