সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে…

জিজ্ঞাসা–৭৯৫: সূরা ফাতেহার আগে বিসমিল্লা পড়তে ভুলে গেলে কি করবে বা করণীয় কী?–ইমাম উদ্দিন।

জবাব: সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ পড়া নামাযের একটি সুন্নত। অতএব, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অথবা ভুলক্রমে বিসমিল্লাহ পড়ল না তাকে সহু সেজদা দিতে হবে না। ‘আল-মাউসুআ আল-ফিকহিয়্যা’গ্রন্থ (৮/৮৭) এ এসেছে,

وحاصل مذهب الحنفية في ذلك : أنه يسن قراءة البسملة سراً للإمام والمنفرد في أول الفاتحة من كل ركعة

হানাফি মাযহাবের সারকথা হলো- প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার শুরুতে চুপে চুপে বিসমিল্লাহ পড়া ইমাম ও  একাকী নামায আদায়কারী উভয়ের জন্য সুন্নত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 20 =