সূরা ফাতেহা পড়ার পর অনেকক্ষণ চুপ থাকা…

জিজ্ঞাসা–৮১৬: আমাদের পরিচিত এক ইমাম সূরা ফাতিহা পড়ার পর দ্বিতীয় সূরা মিলানোর জন্য অনেক সময় নিয়ে নেন এবং এতটাই সময় নেন যে, এর মাঝে আরেকবার সূরা ফাতিহা পড়া সম্ভব। বিষয়টি তাঁকে জানানো হয়েছে। তিনি উত্তর দেন যে, এতে অসুবিধা নেই। তাঁর কথা কতটুকু সঠিক? এর কারণে আসলে নামাজের কোনো ক্ষতি হয় কিনা?–সাজ্জাদর রাহমান। 

জবাব: যদি কোনো ব্যক্তি সূরা ফাতেহার পর বড় এক আয়াত বা ছোট তিন আয়াত পড়া যায়–এই পরিমাণ চুপ থাকে তাহলে তার উপর সাহু সিজদা ওয়াজিব হয়ে যায়। (তাহতাবী ১/৩১১ ফাতাওয়া দারুল উলুম ৩/৩৮৬)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 20 =