সেহরিতে কিছু না খেলে রোজা হবে?

জিজ্ঞাসা–১৪০৬: আমি আজ রাতে সেহরি খেতে পারি নাই। তবে রোজা রাখছি। আমার রোজা হবে কি?–Shomrat

জবাব: রোজা রাখার জন্য সেহরি খাওয়া জরুরি নয়; তবে সুন্নাত। রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً

তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। (বুখারি ১৯২৩)

সুতরাং সেহরী না খেলে সুন্নাত আদায় হয় না;তবে রোজার কোন ক্ষতি হয় না। রোজা হয়ে যায়। (উমদাতুল কারী ১০/৩০০ রদ্দুল মুহতার ২/৪১৯)
والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 18 =