স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা যাবে কি?

জিজ্ঞাসা–১৩৬৩: আসসালামু আলাইকুুুম. মুহতারাম হুজুর, আমার একটি প্রশ্ন হলো ইসলামের দৃষ্টিতে স্বামীর নামে নামকরণ জানতে চাই ৷ উত্তর প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি৷–উম্মু উমাইর।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

নিজের নামের সঙ্গে স্বামীর নাম-পদবি ব্যবহার করে স্বামীর নামকে নিজের নামের অংশ বানিয়ে ফেলা; এটা পাশ্চাত্য সংস্কৃতি যা ইসলাম সমর্থন করে না। ইসলামের দৃষ্টিতে এটা অযৌক্তিক ও হারাম কাজ। কেননা, আল্লাহ তাআলা বলেন,

ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِندَ اللَّهِ

তাদেরকে তাদের পিতৃ-পরিচয়ে ডাক, আল্লাহর কাছে এটাই অধিক ইনসাফপূর্ণ। (সূরা আহযাব ০৫)

দেখুন, উক্ত আয়াতে বাবাকর্তৃক প্রদত্ত নাম ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা আমাদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন। আর রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

وَمَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ، أَوِ انْتَمَى إِلَى غَيْرِ مَوَالِيهِ، فَعَلَيْهِ لَعْنَةُ اللهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لَا يَقْبَلُ اللهُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ صَرْفًا، وَلَا عَدْلًا

যে কেউ নিজের বাবা ছাড়া অন্যের পরিচয়ে পরিচয় দেয় অথবা যদি কোন দাস তার মুনিবকে বাদ দিয়ে অন্য কাউকে মুনিব বানায়, তার উপর আল্লাহর, ফেরেশতা ও সমগ্র মানব জাতির লা’নত বর্ষিত হবে। কেয়ামত দিবসে আল্লাহ তার কোন ফরয কিংবা নফল (ইবাদত) কবুল করবেন না। (মুসলিম ১৩৭০)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =