স্ত্রীর মাসিক অবস্থায় স্বামী কোনো উপায়ে চাহিদা পূরণ করতে পারবে কি?

জিজ্ঞাসা–১২৫৭: আসসালামু আলাইকুম, শাইখ! মাসিক অবস্থায় যোনি পথে মিলন করা আল্লাহ পাক হারাম করেছেন। যদি যোনি পথ এবং মলদ্বয়ের পথ ছাড়া স্ত্রীর অন্য অঙ্গের ব্যবহারের মাধ্যমে বীর্য বের করা হলো তা কি জায়েজ হবে? অঙ্গগুলো হতে পারে দুই স্তনের মাঝ দুই রানের মাঝ এবং স্ত্রীর হাত। শাইখ বেয়াদবি মাফ করবেন।–Islam Anis

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

স্ত্রীর মাসিক অবস্থায় যোনি ব্যবহার ও পুংমৈথন ছাড়া অন্য সব আচরণের অনুমতি রয়েছে। হাদীস শরীফে এসেছে, ঋতুবতী স্ত্রীর সাথে মেলামেশা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, রাসূলুল্লাহ ﷺ বলেন,

اصْنَعُوا كُلَّ شَيْءٍ إِلا النِّكَاحَ

সহবাস ব্যতীত তার সাথে সবকিছু কর। (মুসলিম ৩০২)

অপর হাদীসে এসেছে,

عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ ﷺ أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ إِذَا أَرَادَ مِنَ الْحَائِضِ شَيْئًا أَلْقَى عَلَى فَرْجِهَا ثَوْبًا

রাসূলুল্লাহ ﷺ-এর কোন এক স্ত্রী সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ তাঁর ঋতুবতী স্ত্রীর সাথে কিছু করতে চাইলে স্ত্রীর লজ্জাস্থানের উপর কাপড় রেখে তারপর করতেন। (আবূ দাউদ ২৭২)

ফাতাওয়া লাজনাতিদ্দায়িমা (৫/৩৯৫)-তে এসেছে,

يحرم على الزوج أن يجامع زوجته في فرجها وهي حائض ، وله أن يباشرها فيما عداه

স্বামীর জন্য স্ত্রীর মাসিক চলাকলীন যোনিপথে সহবাস করা হারাম। (যোনি ব্যবহার ও পুংমৈথন ছাড়া) অন্য উপায়ে যৌনসুখ নেয়ার অধিকার স্বামীর আছে।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + three =