স্ত্রীর মাসিক বন্ধ হয়েছে মনে করে সহবাস করলে করণীয়

জিজ্ঞাসা–১১৪৯: আসসালামু আলাইকুম,আমার একটু জানতে চাওয়া ছিল,আমি জানি যে, মেয়েদের মাসিকের সময় সহবাস হারাম, যতক্ষণ না তারা পরিপূর্ণভাবে পবিত্র হয়। কিন্ত রক্ত আর না দেখে আমার স্ত্রী ধারণা করেছিল হয়তো শেষ, আমরা সহবাস করি কিন্ত এরপর দিন বুঝতে পারি মাসিক শেষ হয় নি, আমরা ভুল বুঝতে পারছি, এজন্য শায়েখ কী করতে পারি–মুসাফির।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

মাসিক অবস্থায় জেনেশুনে স্ত্রীর যোনিপথে সহবাস করা হারাম। তবে এ অবস্থায় যোনি ব্যবহার ও পুংমৈথন ছাড়া অন্য সব আচরণের অনুমতি রয়েছে। হাদীস শরীফে এসেছে, ঋতুবতী স্ত্রীর সাথে মেলামেশা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, রাসূলুল্লাহ ﷺ বলেন,

اصْنَعُوا كُلَّ شَيْءٍ إِلا النِّكَاحَ

সহবাস ব্যতীত তার সাথে সবকিছু কর। (মুসলিম ৩০২)

সুতরাং প্রথমত আপনি আল্লাহ তাআলার কাছে তওবা-ইস্তিগফার করুন। তাছাড়া হায়েযের শেষ দিকে সহবাস হলে অর্ধ দীনার সদকা করার কথা কোনো কোনো হাদীসে বর্ণিত হয়েছে। তাই এক্ষেত্রে তাওবা-ইস্তিগফারের পাশাপাশি উপরোক্ত নিয়মে সদকা করে দেওয়া উত্তম হবে।

প্রকাশ থাকে যে, দীনার একটি স্বর্ণমুদ্রা। যা বর্তমান হিসেবে ৪.৩৭৪ গ্রাম সমপরিমাণ স্বর্ণ।

(জামে তিরমিযী, হাদীস ১৩৭; মুসনাদে আহমদ, হাদীস ২২০১; বাযলুল মাজহূদ ২/২৭৮; আলবাহরুর রায়েক ১/১৯৭; ফাতহুল কাদীর ১/১৪৭; ফাতাওয়াল ওয়ালওয়ালিজিয়া ১/৫৭; আদ্দুররুল মুখতার ১/২৯৮)

والله أعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 1 =