স্বামী যদি স্ত্রীর দুধ খেয়ে ফেলে তবে কোনো ক্ষতি হবে কি?

জিজ্ঞাসা–১২৬৩: বউয়ের স্তনের দুধ যদি মুখের ভিতর চলে যায় এতে কি কোনো সমস্যা আছে? জানাবেন।–মেহেদি হাসান।

জবাব: প্রিয় প্রশ্নকারী ভাই,  প্রায় সকল আলেম এব্যাপারে একমত যে, স্ত্রীর দুধ পান করা স্বামীর জন্য হারাম। (জাওয়াহিরুল ফিকহ ৭/৪৬)। বিস্তারিত দেখুন জিজ্ঞাসা নং–১১২৪

সুতরাং স্ত্রীর স্তনে যদি দুধ থাকে তাহলে স্বামীকে সর্তক থাকতে হবে, যেন দুধ মুখে না আসে। যদি দুধ মুখে আসার আশঙ্কা থাকে সে ক্ষেত্রে চোষণ থেকে বিরত থাকা উচিত। (মাহমূদিয়া কাদিম ১২/৩১০, শামী ১/৩১)

তদুপরি স্ত্রীর স্তন চোষার ফলে যদি দুধ বেরিয়ে মুখে চলে আসে তাহলে সে দুধ গলায় বা খাদ্যনালীতে যাওয়ার পূর্বেই ফেলে দিতে হবে। যদি ফেলে না দিয়ে গিলে ফেলে তাহলে তা স্বামী স্ত্রী সম্পর্কে কোনো প্রভাব সৃষ্টি করবে না। তবে কাজটি যেহেতু গুনাহর কাজ তাই আল্লাহর কাছে তাওবা করে নেয়া উচিত।

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − seven =