স্বামী স্ত্রী পরস্পর মৈথুন জায়েয কিনা?

জিজ্ঞাসা–১০৬৬: স্ত্রী যদি স্বামীকে মৈথুন করে দেয় তাহলে কি জায়েজ হবে? স্বামী যদি স্ত্রীর যৌনাঙ্গে হাত ঢুকিয়ে মৈথুন করে তাহলে এটাও কি জায়েজ?–Hossen

জবাব: স্বামী স্ত্রীর ক্ষেত্রে এমন মৈথুন অবৈধ নয়। কেননা, আল্লাহ তাআলা বলেছেন,

وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ

(সফল মু’মিন তারা) যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে। তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালংঘনকারী হবে। (সূরা মু’মিনূন ৫-৭)

সুতরাং অবৈধ হল, নিজের হাতে নিজের মৈথুন করা। স্বামী স্ত্রীর একে অন্যের হাত মৈথুন অবৈধ নয়।

আর ঋতুমতী স্ত্রীর সাথে যৌনাচার করারা বিষয়ে রাসূলুল্লাহ ﷺ ব্যপারে বলেছেন,  اصْنَعُوا كُلَّ شَيْءٍ إِلا النِّكَاحَ সহবাস ব্যতীত তার সাথে সবকিছু কর। (মুসলিম ৩০২)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 13 =