হস্তমৈথুন ছাড়া উত্তেজনার কারণে মজি বের হলে রোজার হুকুম কি?

জিজ্ঞাসা–১৪৫৩: হস্তমৈথুন ছাড়া উত্তেজনার কারণে মজি বের হলে তখন রোজার হুকুম কি?–মুহাম্মদ রায়হান মোস্তফা।

জবাব: মযী বের হওয়া রোজা ভঙ্গের কারণ নয়। হাদিস শরিফে এসেছে,

عَنْ عَامِرٍ، فِي الصَّائِمِ يُلَاعِبُ امْرَأَتَهُ حَتَّى يُمْذِيَ، أَوْ يُودِيَ، قَالَ: لَا يُوجِبُ عَلَيْهِ الْقَضَاءَ إِلَّا مَا أَوْجَبَ عَلَيْهِ الْغُسْلَ

আমের রহ. থেকে বর্ণিত, তিনি ঐ রোজাদার সম্পর্কে বলেন যার তার স্ত্রীর সাথে জড়াজড়ি করার কারণে মযী বের হয়েছে, তার রোজা কাযা করা লাগবে না। তবে যদি গোসল আবশ্যককারী কোনো কিছু বের না হয়। (মুসান্নাফে ইবনে আবী শায়বা ৯৪৮১)

والله أعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =