হাদিয়া হিসেবে টাকা পাঠানো

জিজ্ঞাসা–১০৬৭: হাদিয়াস্বরূপ টাকা পাঠানো যাবে কি?–rdif

জবাব: যদি পার্থিব ও ধর্মীয় কোন ক্ষতি না থাকে তাহলে একে অপরকে হাদিয়া হিসেবে টাকা পাঠানো নিষেধ নয়। রাসুলুল্লাহ বলেছেন,

تَهَادَوْا فَإِنَّ الْهَدِيَّةَ تُذْهِبُ وَغَرَ الصَّدْرِ

তোমরা পরস্পরে হাদিয়া বিনিময় করো। এর দ্বারা অন্তরের সঙ্কীর্ণতা ও হিংসা-বিদ্বেষ দূর হয়ে যায়। (মুসনাদে আহমদ ৯২৫০)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =