হাফ-হাতা শার্ট অথবা গেঞ্জী পরে কি নামায আদায় করা যায়?

জিজ্ঞাসা–১১২: আসসালামুআলাইকুম।আমার জিজ্ঞাসা, হাফ-হাতা শার্ট অথবা গেঞ্জী পরে কি জামাতে অথবা একাকী নামায আদায় করা যায়? আমার এক বড় ভাই বললেন, হাফ-হাতা শার্ট অথবা গেঞ্জী পরে না-কি জামাতে নামায আদায় করা মাকরুহ। দয়া করে জানাবেন। ধন্যবাদ।–মোহাম্মদ তাফসির আহমেদ

জবাব: ওয়ালাইকুমুসসালাম। বিধর্মীদের ধর্মীয় নিদর্শন নয় এমন শালীন পোশাক যা পরিধান করে অনুষ্ঠানে উপস্থিত হতে স্বাচ্ছন্দবোধ করে এবং উপযোগী হিসেবে মনে করে এমন পোশাক পরিধান করে নামায পড়া উচিত। যে পোশাক পরিধান করে মানসম্মত অনুষ্ঠানে অংশগ্রহণকে মানুষ অপছন্দ করে এমন পোশাক পরিধান করে নামায পড়া মাকরূহে তানজিহী।

এ মূলনীতির আলোকে ফকিহগণ বলেন, যেহেতু বুজুর্গানেদ্বীনের মজলিস বা অন্য সম্মানিত মজলিসে হাফ-হাতা শার্ট বা গেঞ্জী পরিধান করে যাওয়াকে অপছন্দ করা হয়, তাই এরকম কাপড় পরিধান করে একাকী কিংবা জামাতে নামায পড়া খেলাফে সুন্নত তথা মাকরূহে তানজিহী হবে। অন্য কোন কাপড় না থাকলে মাকরূহ হবে না।(ফাতাওয়া উসমানী ১/৪২৩, কিফায়াতুলমুফতী ৩/৪২৮, ইমদাদুলআহকাম ১/৫৬১,৫৬৩ খুলাসাতুলফাতাওয়া ১/৫৮)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

 আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 10 =