জিজ্ঞাসা–১০৮৯: দেখা যাচ্ছে, এখন অনেক গজলে বিট দিয়ে মিউজিক ব্যবহার করে গজল করা হচ্ছে। এইগুলো কি ইসলামে জায়েজ আছে?–Emon Sordar
জবাব: বাদ্য-বাজনা শোনা নাজায়েয। তাই হামদ-নাত, গজলের সাথে মিউজিক থাকলে ঐ হামদ-নাত শোনা জায়েয হবে না। এছাড়া হামদ-নাত, গজলের সাথে এটা যুক্ত করা বেয়াদবিও বটে। তবে হামদ-নাত, গজল যদি সম্পূর্ণ বাজনা ও মিউজিক মুক্ত হয় এবং তার কথা যদি সহীহ হয়, শরীয়তের কোনো আকীদা বা নির্দেশের পরিপন্থী না হয় তাহলে তা বলা ও শোনা জায়েয। (ইসলাম আওর মূসিকী, মুফতী মুহাম্মাদ শফী রহ.)
মনে রাখবেন, মিউজিক হারাম হওয়ার ব্যাপারে লেশমাত্র সন্দেহ নেই। সহিহ বুখারীতে আছে, রাসূলুল্লাহ ﷺ বলেন,
لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ
আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক সৃষ্টি হবে, যারা ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল সাব্যস্ত করবে। (সহীহ বুখারী ৫৫৯০)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী