হামদ-নাত, গজলের সাথে মিউজিকের ব্যবহার…

জিজ্ঞাসা–১০৮৯: দেখা যাচ্ছে, এখন অনেক গজলে বিট দিয়ে মিউজিক ব্যবহার করে গজল করা হচ্ছে। এইগুলো কি ইসলামে জায়েজ আছে?–Emon Sordar

জবাব: বাদ্য-বাজনা শোনা নাজায়েয। তাই হামদ-নাত, গজলের সাথে মিউজিক থাকলে ঐ হামদ-নাত শোনা জায়েয হবে না। এছাড়া হামদ-নাত, গজলের সাথে এটা যুক্ত করা বেয়াদবিও বটে। তবে হামদ-নাত, গজল যদি সম্পূর্ণ বাজনা ও মিউজিক মুক্ত হয় এবং তার কথা যদি সহীহ হয়, শরীয়তের কোনো আকীদা বা নির্দেশের পরিপন্থী না হয় তাহলে তা বলা ও শোনা জায়েয। (ইসলাম আওর মূসিকী, মুফতী মুহাম্মাদ শফী রহ.)

মনে রাখবেন, মিউজিক হারাম হওয়ার ব্যাপারে লেশমাত্র সন্দেহ নেই। সহিহ বুখারীতে আছে, রাসূলুল্লাহ বলেন,

 لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ
আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক সৃষ্টি হবে, যারা ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল সাব্যস্ত করবে। (সহীহ বুখারী ৫৫৯০)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 13 =