হারাম টাকা দিয়ে খাদ্য না কিনে ব্যবহার্য বস্তু ক্রয় করা

জিজ্ঞাসা–১৩৮৫: আমার প্রশ্ন হচ্ছে, হারাম কোনো আয় দ্বারা আমি যদি খাবার না কিনে সেটা দিয়ে যদি ব্যবহার্য কোনো জিনিস ক্র‍য় করি সেটা জায়েয হবে কিনা? ব্যবহার্য জিনিসটি (মোবাইল ফোন,টিভি ইত্যাদি জাতীয়)।–নাম প্রকাশে অনিচ্ছুক। 

জবাব: হারাম টাকা দিয়ে খাদ্য ক্রয় না করে ব্যবহার্য বস্তু করা; উভয়টাই সমান গুনাহ। কেননা, হাদিস শরিফে এসেছে,

ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أشْعَثَ أغْبَرَ، يَمُدُّ يَدَيْهِ إلى السَّماءِ، يا رَبِّ، يا رَبِّ، ومَطْعَمُهُ حَرامٌ، ومَشْرَبُهُ حَرامٌ، ومَلْبَسُهُ حَرامٌ، وغُذِيَ بالحَرامِ، فأنَّى يُسْتَجابُ لذلكَ؟

অতঃপর তিনি (রাসূলুল্লাহ ﷺ ) সেই ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে লম্বা সফর করে আলুথালু ধূলিমলিন বেশে নিজ হাত দু’টিকে আকাশের দিকে লম্বা করে তুলে দোয়া করে, ‘হে আমার প্রতিপালক! হে আমার প্রভু!’ কিন্তু তার আহার্য হারাম, তার পানীয় হারাম, তার পরিধেয় পোশাক হারাম এবং হারাম দ্বারাই তার পুষ্টিবিধান হয়েছে। অতএব তার দোয়া কিভাবে কবুল হতে পারে!? (মুসলিম ১০১৫)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =