হিন্দু কতৃক জবাইকৃত মুরগি হালাল কিনা?

জিজ্ঞাসা–১১৯৪: আসসালামুআলাইকুম। হিন্দু মুরগি বিক্রেতার দোকান থেকে কি মুরগি কিনে খাওয়া জায়েজ হবে? কেননা হিন্দু বিক্রেতা “আল্লাহু আকবার ” তথা আল্লাহ সুবহানাহুওয়াতাআ’লার নাম না নিয়েই মুরগী জবাই করেন, তাহলে ঐ দোকানের মুরগী কি খাওয়া জায়েজ হবে?- ফারজানা শাহরিয়ার।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

মুশরিক ব্যক্তির জবাইকৃত পশু-পাখির গোশত খাওয়া হারাম। কেননা, হালাল পশু-পাখি খাওয়া ‘হালাল’ হবার জন্য প্রধান শর্ত হল, সেটিকে আল্লাহর নামেই জবাই করতে হবে। আল্লাহ তাআলা বলেন,

وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ

যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় নি, সেগুলো থেকে ভক্ষণ করো না; এ ভক্ষণ করা গোনাহ। (সুরা আনআম-১২১)

ইবনুা আব্দুল বার রহ. বলেন,

وأجمعوا أن المجوسي، والوثني لو سمى الله، لم تؤكل ذبيحته

ফকিহগণ এব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন যে, অগ্নিপূজক ও মূর্তিপূজকের জবাইকৃত পশু-পাখি খাওয়া যাবে না; এমনকি জবাইয়ের সময় আল্লাহর নাম নিলেও। (আলইসতিযকার ৫/২৫০)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 9 =