হুক্কা খাওয়া যাবে কিনা?

জিজ্ঞাসা–৩৬৬: আসসালামু আলাইকুম। মুহ্তারাম শাইখের কাছে আমার প্রশ্ন, ইসলামের দৃষ্টিতে হুক্কা খাওয়ার হকুম কী? যা আজকাল মানুষ অহরহ খাচ্ছে এবং এটার অনেক ধরনের ফ্লেভার ও পাওয়া যাচ্ছে।– নজরানা রুম্মান।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

হুক্কা মাদকদ্রব্যভুক্ত নয়। তাই ফকিহগণের মতে, হুক্কা খাওয়া হারাম নয়। আর যে জিনিস বেশি খেলে নেশা হয় তা কম খাওয়াও হারাম এ কথার দ্বারা মাদকদ্রব্য উদ্দেশ্য। হুক্কা বা তামাকদ্রব্য উদ্দেশ্য নয়। তবে হুক্কার মধ্যে যদি দুর্গন্ধ থাকে বা শরীরের জন্য ক্ষতিকারক বস্তু থাকে তাহলে হুক্কা খাওয়া মাক্রুহ হবে। (কিতাবুন নাওয়াযিল ১৬/১৪৫-১৪৬)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 8 =