হেলান দিয়ে শুয়ে থাকলে কি অজু ভেঙ্গে যায়?

জিজ্ঞাসা–১৪১৫: السلام عليكم ورحمه الله وبركاته আমি ভারত থেকে বলছি। প্রিয় শায়েখ, আমার প্রশ্ন হল, অযূ করার পর যদি হেলান দিয়ে বা চিত হয়ে শুয়ে থাকি কিন্তু ঘুমাই নি (জেগেই আছি), এমতাবস্থায়, আমার অযূ কি ভেঙ্গে যাবে?–সেখ আজমাইল।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

প্রিয় প্রশ্নকারী দীনী ভাই, উক্ত কারণে আপনার অজু নষ্ট হয় নি। কেননা, কেবল শোয়া অজু ভঙ্গের কারণ নয়। বরং অজু তখনই ভাঙ্গে যখন কোনো ব্যক্তি চিৎ হয়ে; কাত হয়ে; হেলান দিয়ে কিংবা কোনো কিছুর সঙ্গে ঠেস দিয়ে এমনভাবে ঘুমায় যা সরিয়ে ফেললে ঘুমন্ত ব্যক্তি পড়ে যাবে। এর দলিল হল, ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত,  রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

لَيْسَ عَلَى مَنْ نَامَ سَاجِدًا وُضُوءٌ، حَتَّى يَضْطَجِعَ، فَإِنَّهُ إِذَا اضْطَجَعَ، اسْتَرْخَتْ مَفَاصِلُهُ

সেজদা অবস্থায় ঘুমালে অযু ভঙ্গ হয় না, তবে চিৎ হয়ে শুয়ে পড়লে ভেঙ্গে যাবে, কেননা, চিৎ বা কাত হয়ে শুয়ে পড়লে শরীর ঢিলে হয়ে যায়। [ফলে বাতকর্ম হয়ে যাবার সম্ভাবনা রয়েছে]।  (মুসনাদে আহমাদ ২৩১৫ আবু দাউদ ২০২)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 1 =