হোটেল-বয়কে বখশিস দেয়া যাবে কিনা?

জিজ্ঞাসা–৩২৪: আসসালামুআলাইকুম, আমরা অনেক সময় রেস্টুরেন্টের বয়-বেয়ারাদেরকে ১০/২০ টাকা হাদিয়া দেই। এটা কোনো অসুবিধা আছে কি?– ABU ABDULLAH

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

খুশি মনে দিতে চাইলে দিতে পারেন। কেননা, হাদিয়া শরী‘আতে বৈধ।  আল্লাহ তাআলা বলেন,فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَرِيئًا তারা যদি খুশি হয়ে তোমাদেরকে দিয়ে দেয়, তাহলে তোমরা তা স্বাচ্ছন্দ্যে ভোগ করো। (সূরা নিসা: ৪)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

আরো পড়ুন:

অমুসলিমের হাদিয়া গ্রহণ করা যাবে কিনা?
ঘুষ দিয়ে চাকরি নিলে, সেই চাকরির বেতন কি হালাল হবে?
হিন্দু বাড়িতে খানা খাওয়া এবং নামাজ আদায় করা যাবে কিনা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =