হোমিপ্যাথিক ঔষধ খাওয়া কি জায়েয?

জিজ্ঞাসা–১৫৬৬: হোমিপ্যাথিক ঔষধ খাওয়া কি জায়েয?- Hasib

জবাব: হোমিওপ্যাথি চিকিৎসা জায়েজ রয়েছে। এখানে একটি বিষয় রয়েছে। সেটি হলো, হোমিওপ্যাথি ওষুধের মধ্যে অ্যালকোহল মাত্রা আছে। হোমিওপ্যথিতে ব্যবহৃত অ্যালকোহল সাধারণত মাদক হয় না, অনেক সময় বিষাক্ত হয়, যা পান করলে মাতাল না হলেও মৃত্যু হতে পারে। এ ধরনের অ্যালকোহল মিশ্রিত ওষুধ ব্যবহার বা অ্যালকোহল মিশ্রিত ওষুধ নেশা না আসা পর্যন্ত পান করা বৈধ। ফতোয়ার কিতাবগুলোতে এসেছে,

والمحرم منها أربعة ) أنواع الأول ( الخمر وهي النيء من ماء العنب إذا غلى واشتد وقذف بالزبد وحرم قليلها وكثيرها ) بالإجماع ( و ) الثاني ( الطلاء وهو العصير يطبخ حتى يذهب أقل من ثلثيه  وقيل ما طبخ من ماء العنب حتى ذهب ثلثاه وبقي ثلثه ) وصار مسكرا ( وهو الصواب ونجاسته كالخمر ) به يفتي ( و ) الثالث ( السكروهو النيء ماء الرطب )

( و ) الرابع ( نقيع الزبيب وهو النيء من ماء الزبيب ) بشرط أن يقذف بالزبد بعد الغليان ( والكل ) أي الثلاثة المذكورة ( حرام إذا غلي واشتد ) وإلا لم يحرم اتفاقا وإن قذف حرم اتفاقا وظاهر كلامه فبقية المتون أنه اختار ها هنا قولهما

যে সমস্ত অ্যালকোহল খেজুর বা আঙ্গুর দ্বারা বানানো হয় নি, তেমন বস্তু নেশা না আসা পর্যন্তের জন্য ব্যবহার জায়েয ইমাম আবু হানীফা রহ. এবং ইমাম আবু ইউসুফ রহ. এর মতানুসারে। (ফাতহুল কাদীর-৮/১৬০, ফাতওয়ায়ে আলমগীরী-৫/৪১২, আল বাহরুর রায়েক-৮/২১৭-২১৮, ফাতওয়ায়ে মাহমুদিয়া-২৭/২১৯)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =