অজু ছাড়া দরুদ শরিফ পাঠ করা যাবে কি না?

জিজ্ঞাসা–১৬৯৭: আমি জানতে চাই যে, অজু ছাড়া দরুদ শরিফ পাঠ করা যাবে কি না?–মাসুম বিল্লাহ।

জবাব: অজু ছাড়া দরূদ পড়া যায়। আমরা যখন নবীজীর নাম বলার পর কিংবা শোনার পর ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ পড়ি সেটাও কিন্তু একটি দরূদ। সেটার জন্য কিন্তু অজু করে বলতে হবে এমন কোন পূর্বশর্ত নেই। অন্যান্য যেকোনো দরূদের জন্যও একই কথা।

তবে আলেমরা সবসময় অজু অবস্থায় থাকার এবং অজু করেই সবধরণের দোয়া-দরূদ পড়াকে উত্তম বলেন এবং পড়তে উৎসাহিত করেন ও পরামর্শ দেন। (মাবসুতুস সারাখসি ২/২৬, ফাতহুল বারি ১/৩৪৩, ফাতাওয়ায়ে রশিদিয়া ২৫৩)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন