অজু ছাড়া আজান দেয়া যায়?

জিজ্ঞাসা–১৪৭১: আজানের জন্য কি অজু লাগে?–আনিসুল হক।

জবাব: তাবিয়ী ইবরাহীম নাখঈ রহ. বলেন,

لَا بَأْسَ بِأَنْ يُؤَذِّنَ المُؤَذِّن، وَهُوَ عَلَى غَيْرِ وُضُوءٍ

মুয়াজ্জিন যদি অজু ছাড়া আজান দেয় এতে অসুবিধা নেই। (কিতাবুল আছার, বর্ণনা ৫৮)

তবে অজু অবস্থায় আজান দেওয়া সুন্নত। কেননা, তাবিয়ী আতা রহ. বলেন,

حَقّ، وَسُنّةٌ مَسْنُونَةٌ، أَنْ لَا يُؤَذِّنَ مُؤَذِّنٌ إِلّا مُتَوَضِّئًا.

আজানের হক ও সুন্নত তরীকা হল, মুয়াজ্জিন অজু অবস্থায়ই আজান দিবে। (মুসান্নাফ আব্দুর রাযযাক, বর্ণনা ১৭৯৯)

والله أعلم بالصواب