জিজ্ঞাসা–৪৬৯: অর্শ রোগ (piles) এর কোরঅানি চিকিৎসা কি?–S A KOBIR
জবাব: অভিজ্ঞজনরা বলেন, ফজর নামাজের আগের সুন্নাত নামাজে প্রথম রাকাতে সূরা ইনশিরাহ এবং দ্বিতীয় রাকাতে সূরা ফীল নিয়মিত তেলাওয়াত করলে এই রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। ইনশা-আল্লাহ। (Cure of our worries from Holy Quran, by Maulana Muhammad Shafique page. 34)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন–
☞ ওষুধ হিসেবে এলকোহল ব্যবহার করা যাবে কিনা? ☞ এনেসথেসিয়া দেওয়া জায়েয আছে কিনা ☞ শুচিবায়ু থেকে মুক্তির উপায় কী? ☞ মহিলা ডাক্তার পুরুষ রোগীর চিকিৎসা করা ☞ যাদু কাটানোর আমল ☞ পড়ালেখার প্রতি মনোযোগী এবং স্মরণশক্তি বৃদ্ধি করার আমল ☞ বদ নজর দূর করার উপায় কি? ☞ গর্ভবতী মায়ের আমল ও দোয়া ☞ মনের সাহস বাড়ানোর আমল ☞ মনের ভয় কিভাবে দূর করবেন?