আবাবিল পাখি বর্তমানে আছে কি?

জিজ্ঞাসা–১৬৬৪: কুরানে বর্ণিত আবাবিল পাখি বর্তমানে আছে কি? থাকলে কোথায় আছে?–মাঈদুল আলাম।

জবাব: কুরআন মজিদের সূরা ফীলে আছে, আল্লাহ তাআলা হস্তিবাহিনীকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে ছোট পাখি পাঠিয়েছিলেন। কিন্তু সেটি কোন্ পাখিকুরআন মজিদে তার নাম বলা হয় নি। কুরআন মজিদে বলা হয়েছে- طَیْرًا اَبَابِیْلএর অর্থ, ঝাঁকে ঝাঁকে পাখি। اَبَابِیْل  শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে, দলে দলে। এটি ওই পাখির নাম নয়। (তাফসীরে তবারী ২৪/৬২৭-৬২৮; তাফসীরে কুরতুবী ২০/১৯৬-১৯৭)

সুতরাং সেই পাখিগুলোর প্রজাতি বর্তমানে আছে কিনা; তা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না।

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন