আলী রাযি. কি মাথার চুল কামিয়ে ফেলতেন?

জিজ্ঞাসা–১৪০৯: নবী সাঃ নাকি হযরত আলি রাঃ-কে বলেছেন যে, ন্যাড়া হলে কামরস কম হবে আর রোগ ভাল হবে। হাদিসটির দলিল সত্য কিনা? তা জানতে চাচ্ছিলাম।–করিম।

জবাব: প্রশ্নে যে হাদিসের কথা বলা হয়েছে, তা সত্য নয়। তবে এই মর্মে হাদিসে যা এসেছে তা নিম্নে পেশ করা হল–

যাজান থেকে বর্ণিত, তিনি আলী রাযি. থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

مَن ترَكَ مَوضِعَ شَعَرةٍ من جَنابةٍ لم يَغسِلْها فُعِلَ به كذا وكذا منَ النارِ”. قال عليٌّ: فمِن ثَمَّ عادَيْتُ رَأْسي فمِن ثَمَّ عادَيْتُ رَأْسي، ثلاثًا، وكان يَجُزُّ شَعَرَه

যে ব্যক্তি অপবিত্রতার গোসলের সময় একটি পশম পরিমাণ স্থান ধৌত করা পরিত্যাগ করে- তার উক্ত স্থান জাহান্নামের আণ্ডনে দগ্ধ হবে। আলী রাযি. বলেন, এটা শুনার পর হতে আমি আমার মাথার সাথে শত্রুতামূলক ব্যবহার আরম্ভ করে দেই। আমি তখন হতে আমার মাথার সাথে শত্রুতামূলক ব্যবহার আরম্ভ করে দেই। এরূপ উক্তি তিনি তিনবার উচ্চারণ করেন। বর্ণনাকারী বলেন, (এ কারণেই) আলী রাযি. নিজ মাথার চুল কামিয়ে ফেলতেন। (আবুদাউদ ২৪৯)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 1 =