ইন্টারনেট কোম্পানীতে চাকুরী করা যাবে কি?

জিজ্ঞাসা-৫৯: আমি একটি ব্রডবেন্ড ইন্টারনেট কোম্পানীতে চাকুরী করি। আমার কাজের বিবরণ হল: প্রতি মাসের বিল গ্রাহকগণ অফিসে দিয়ে যায় আমি তার হিসাব রাখি। সেক্ষেত্রে এই চাকুরী করা কি জায়েজ হবে? মেহেরবানী করে জানালে উপকৃত হবে।–রেজাউল।

জবাব: হারাম কাজ করে এমন কোনো প্রতিষ্ঠানে চাকরি করা ইসলাম অনুমোদন করে না। যেমন: সুদী ব্যাংক বা মাদক কোম্পানীতে চাকুরী করার অনুমোদন ইসলামে নেই।পক্ষান্তরে যদি প্রতিষ্ঠানটি এমন কোনো কাজ করে যা মূলগতভাবে হারাম নয় কিন্তু মানুষ এটাকে মন্দ বা হারাম কাজে ব্যবহার করে ফকিহগণ এধরণের প্রতিষ্ঠানে চাকরি করা বৈধ বলেছেন। সুতরাং আপনার ব্রডবেন্ড ইন্টারনেট কোম্পানীতে চাকুরী বৈধ হবে। (জদীদ ফিকহি মাসাইল 299)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =