ইফতারের আগে ও পরের দোয়া

জিজ্ঞাসা–১৩৪০: ইফতারির পূর্বে যে দুআ পড়তে হয় ঐটা কি পড়া লাগবে?–তাসকিন।

জবাব: ইফতারের আগে নির্দিষ্ট দোয়া পড়া জরুরি নয়; বরং রোজাদারের জন্য রোজা অবস্থায় ও ইফতারকালীন সময়ে দোয়া করা মুস্তাহাব। আর যেহেতু ইফতারের সময় দোয়া কবুল হয় সুতরাং আপনি আল্লাহ্‌র কাছে জান্নাত প্রার্থনা করতে পারেন, জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করতে পারেন, ইসতিগফার করতে পারেন, কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো করতে পারেন–এমনকি নিজের ভাষায়ও যে কোন দোয়া করতে পারেন। হাদীসে এসেছে, নবী ﷺ বলেছেন,

ثلاثةٌ لا تُردُّ دعوتُهم الصَّائمُ حتَّى يُفطرَ والإمامُ العادلُ ودعوةُ المظلومِ

তিনজনের দোয়া ফিরিয়ে দেয়া হয় না। ন্যায়পরায়ণ শাসকের দোয়া, রোজাদারের দোয়া যে পর্যন্ত ইফতার না করে এবং মাজলুমের দোয়া। (তিরমিযী ৩৫৯৮)

পাশাপাশি হাদিসে বর্ণিত নিম্নোক্ত দোয়াটি ইফতার শুরু করার সময় পড়তে পারেন। মুয়ায ইবনু যুহরা রাযি. সূত্রে বর্ণিত, তাঁর নিকট হাদিস পৌঁছেছে যে, নবী ﷺ ইফতারের সময় বলতেন,

اللَّهُمَّ لكَ صُمْتُ، وعلى رِزقِكَ أفْطَرْتُ

হে আল্লাহ! আমি আপনার উদ্দেশ্যেই রোজা পালন করেছি এবং আপনার দেয়া রিযিক দ্বারাই ইফতার করেছি। (আবু দাউদ ২৩৫৮)

আর ইফতারের পরে হাদিসে বর্ণিত নিমোক্ত দোয়াটি পড়া যেতে পারে। ইবনে উমর রাযি. বলেছেন, রাসূল ﷺ ইফতার করে বলতেন,

ذهَبَ الظمأُ، وابتَلَّتِ العُروقُ، وثبَتَ الأجْرُ إنْ شاء اللهُ تعالى

তৃষ্ণা নিবারিত হয়েছে, শিরা-উপশিরা পরিতৃপ্ত হয়েছে এবং আল্লাহ চাহে তো বিনিময় নির্ধারিত হয়েছে। (আবু দাউদ ২৩৫৭)

والله اعلم بالصواب