ইমামকে রুকুতে পেলেও কি ‘ছানা’ পড়তে হবে?

জিজ্ঞাসা–১৫৩০: জামাতে সালাত পড়ার সময় যদি রুকুর কিছু পূর্বে সালাত পাই তাহলে সেক্ষেত্রে সানার বিধান কি?–ইফতিখার আলিম।

জবাব: ‘ছানা’ পড়া সুন্নত। নামাযে নিয়ত বাঁধার পর প্রথম কাজ হল ছানা পড়া। কেউ একা নামায পড়ুক বা জামাতে উভয় অবস্থায় ছানা পড়তে হয়। কিন্তু এক্ষেত্রে অনেকের যে ভুলটা হয়ে থাকে তা হল, ইমামকে যদি রুকুতে পায় তাহলে প্রথমে তাকবীর বলে হাত বাঁধে তারপর দ্রুত ছানা পড়ে রুকুতে যায়। অনেক সময় ছানা পড়তে পড়তে ইমামের রুকু শেষ হয়ে যায় ফলে ঐ রাকাত ছুটে যায়। এটা ঠিক নয়। এ অবস্থায় ছানা পড়তে হবে না হাতও বাঁধতে হবে না; বরং নিয়ম হল, প্রথমে দাঁড়ানো অবস্থায় দু’হাত তুলে তাকবীরে তাহরীমা বলে হাত ছেড়ে দেবে, তারপর দাঁড়ানো থেকে তাকবীর বলে রুকুতে যাবে। (মাসিক আলকাউসার, অক্টোবর ২০১২ ইং)

والله أعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + seven =