ঈদের নামাযের আগে কুরবানী করার হুকুম

জিজ্ঞাসা–১৮৪৩: কুরবানির পশু জবেহ করা কখন থেকে শুরু করা যাবে? পশু অসুস্থ হলে ১০ ই জিলহজ্জ এর সন্ধ্যা রাতে জবেহ করলে এর বিধান কি–ফেনী থেকে। 

জবাব: কুরবানীর পশু জবাই করার সময় শুরু হয় ঈদুল আযহার নামাযের পর থেকে। সুতরাং এলাকার ঈদের নামায শেষ হবার আগে কুরবানী করলে তা আদায় হবে না।

জুনদাব ইবনু ‘আবদুল্লাহ রাযি. হতে বর্ণিত, তিনি বলেন,

صَلَّى النبيُّ ﷺ يَومَ النَّحْرِ، ثُمَّ خَطَبَ، ثُمَّ ذَبَحَ، فَقالَ: مَن ذَبَحَ قَبْلَ أنْ يُصَلِّيَ، فَلْيَذْبَحْ أُخْرَى مَكَانَهَا، ومَن لَمْ يَذْبَحْ، فَلْيَذْبَحْ باسْمِ اللَّهِ

নবী ﷺ কুরবানীর দিন সালাত আদায় করেন, অতঃপর খুৎবাহ দেন। অতঃপর যবেহ করেন এবং তিনি বলেন, নামাযের পূর্বে যে ব্যক্তি যবেহ করবে তাকে তার স্থলে আর একটি যবেহ করতে হবে এবং যে যবেহ করে নি, আল্লাহর নামে তার যবেহ করা উচিত। (বুখারী ৯৮৫)

والله أعلم بالصواب