উপযুক্ত মেয়েকে বিয়ে না দিলে পিতার কোনো ক্ষতি হয় কি?

জিজ্ঞাসা–৮৬৭: পিতা তার মেয়ের বিয়ে দেওয়ার ক্ষেত্রে দেরি করলে কি হয়?–ইফতি।

জবাব: মেয়ে উপযুক্ত হওয়ার পর বিয়ে দিতে যত দেরি করা হবে, ততই অনৈতিক অথবা অশালীন কোনো কাজে সম্পৃক্ত হওয়ার আশঙ্কা থাকবে। ‘আল্লাহ না করুন’ তখন যদি উক্ত মেয়ে কোন অনৈতিক কাজ করে ফেলে তাহলে এর দায়ভার মেয়ের পিতার উপরও বর্তাবে। কেননা, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

من وُلِدَ لَهُ وَلَدٌ فَلْيُحْسِنِ اسْمَهُ وَأَدَبَهُ فَإِذَا بَلَغَ فَلْيُزَوِّجْهُ فَإِنْ بَلَغَ وَلَمْ يُزَوِّجْهُ فَأَصَابَ إِثْمًا فَإِنَّمَا إثمه على أَبِيه

তোমাদের মাঝে যার কোন (পুত্র বা কন্যা) সন্তান জন্ম হয় সে যেন তার সুন্দর নাম রাখে এবং তাকে উত্তম আদব কায়দা শিক্ষা দেয়; যখন সে বালেগ অর্থাৎ সাবালক/সাবালিকা হয়, তখন যেন তার বিয়ে দেয়; যদি সে বালেগ হয় এবং তার বিয়ে না দেয় তাহলে, সে কোন পাপ করলে উক্ত পাপের দায়ভার তার পিতার উপর বর্তাবে। (বাইহাকি ৮১৪৫)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =