জিজ্ঞাসা–৮৬৭: পিতা তার মেয়ের বিয়ে দেওয়ার ক্ষেত্রে দেরি করলে কি হয়?–ইফতি।
জবাব: মেয়ে উপযুক্ত হওয়ার পর বিয়ে দিতে যত দেরি করা হবে, ততই অনৈতিক অথবা অশালীন কোনো কাজে সম্পৃক্ত হওয়ার আশঙ্কা থাকবে। ‘আল্লাহ না করুন’ তখন যদি উক্ত মেয়ে কোন অনৈতিক কাজ করে ফেলে তাহলে এর দায়ভার মেয়ের পিতার উপরও বর্তাবে। কেননা, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
من وُلِدَ لَهُ وَلَدٌ فَلْيُحْسِنِ اسْمَهُ وَأَدَبَهُ فَإِذَا بَلَغَ فَلْيُزَوِّجْهُ فَإِنْ بَلَغَ وَلَمْ يُزَوِّجْهُ فَأَصَابَ إِثْمًا فَإِنَّمَا إثمه على أَبِيه
তোমাদের মাঝে যার কোন (পুত্র বা কন্যা) সন্তান জন্ম হয় সে যেন তার সুন্দর নাম রাখে এবং তাকে উত্তম আদব কায়দা শিক্ষা দেয়; যখন সে বালেগ অর্থাৎ সাবালক/সাবালিকা হয়, তখন যেন তার বিয়ে দেয়; যদি সে বালেগ হয় এবং তার বিয়ে না দেয় তাহলে, সে কোন পাপ করলে উক্ত পাপের দায়ভার তার পিতার উপর বর্তাবে। (বাইহাকি ৮১৪৫)
শায়েখ উমায়ের কোব্বাদী
- গোপন বিয়ে: শরিয়ত কী বলে?
- ব্যভিচার থেকে তাওবা করার পরও কি পবিত্র নারী বিয়ে করতে পারবে না?
- বিয়ের পরে স্বামী সন্তান নিতে অনিচ্ছুক হলে স্ত্রীর করণীয় কী?
- গোপন বিয়ে, উকিল ছিল হিন্দু, সাক্ষী ছিল দুই জন মুসলিম…
- কুরআন ছুঁয়ে সাক্ষী ছাড়া বিয়ে করা
- মেয়েকে জোর করে বিয়ে দিলে ওই বিয়ে বৈধ হবে কি?
- যে মেয়ে নিজের ব্যাপারে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ার ভয় করছে; তার প্রতি নসিহত
- ইসলাম গ্রহণকারী কোনো মেয়ের বিবাহের ক্ষেত্রে অভিভাবকের প্রয়োজন আছে কি?
- বিবাহ ও বাসর রাতের সুন্নাতসমূহ