ঋণ করে হজ্জ করলে হজ্জ হবে কি?

জিজ্ঞাসা–১৬৬৩: আমার খুব তামান্না হজ্জ করবো। কিন্তু সামর্থ্য নেই। তাই আমি যদি কারো কাছ ঋণ করে হজ্জে যাই তাহলে আমার হজ্জ হবে কি?–আরজু আহমেদ।

জবাব: যদি পরিশোধ করার সহজ উপায় থাকে অথবা ঋণের তাগাদা না থাকে তাহলে ঋণ করে হজ্জ করতে পারে। অন্যথা ঋণ করে হজ্জ না করাই ভাল। কারণ সম্ভবতঃ ঋণ করার পরে পরিশোধ করার সামর্থ্য নাও হতে পারে। রোগাক্রান্ত বা মৃত্যু কবলিত হলে পরিশোধ নাও হতে পারে। অতএব পূর্ণ সামর্থ্যবান হওয়া পর্যন্ত অপেক্ষা করাই শ্রেয়। কেননা, আল্লাহ তাআলা বলেন,

وَلِلّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً

মানুষের মধ্যে যারা সেখানে পোঁছার সামর্থ্য রাখে, তাদের ওপর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ফরজ। (সূরা আল ইমরান ৯৭)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন