এনজিওতে চাকরি করা কি জায়েয?

জিজ্ঞাসা–১৬৮২: এনজিওতে চাকরি করা জায়েয আছে কি–আকিব। 

জবাব: প্রিয় প্রশ্নকারী ভাই, কী ধরণের এনজিও এবং কী ধরণের চাকুরি; তা আপনি পরিষ্কার করে বলেন নি! তাই এক্ষেত্রে মুলনীতি বলে দিচ্ছি, তাহল এই যে, যে সকল প্রতিষ্ঠানে চাকরি করলে নিজের ঈমান-আমলের ক্ষতি হবার সম্ভাবনা থাকে, সে সকল প্রতিষ্ঠানে চাকরি করা জায়েয নয়। আর ঈমান-আমলের ক্ষতির সম্ভাবনা না থাকলে চাকরি করা নিষেধ নয়। কেননা, আল্লাহ তাআলা বলেছেন,

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ

সৎকর্ম ও আল্লাহভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। (সূরা মায়েদা ২)

এ হিসেবে আপনি নির্দিষ্ট করে নিতে পারবেন, এনজিওতে চাকরি করার ব্যাপারে কী হুকুম হবে। এরপরেও যদি বুঝে না আসে তাহলে একজন নির্ভরযোগ্য আলেমের কাছে আপনার চাকরি সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়ে মাসআলা জেনে নিবেন। আল্লাহ তাআলা বলেন,

فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ

যদি তোমরা না জানো, তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস কর। (সূরা আননাহল ৪৩)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন