ওমরাহর ফজিলত

জিজ্ঞাসা–১৭১৩: আমার প্রশ্ন হলো, উমরা করলে কি আল্লাহ জীবনের সকল গোনাহ ক্ষমা করে দিবেন?–আব্দুল কাইয়ুম।

জবাব: এ বিষয়ে হাদিসে যা এসেছে তা এই যে, আবু হুরায়রা রাযি. হতে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

العُمْرَةُ إلى العُمْرَةِ كَفَّارَةٌ لِما بيْنَهُمَا، والحَجُّ المَبْرُورُ ليسَ له جَزَاءٌ إلَّا الجَنَّةُ

এক ওমরাহ’র পর আর এক উমরাহ উভয়ের মধ্যবর্তী সময়ের (গুনাহের) জন্য কাফফারা। আর জান্নাতই হলো হজ্জে মাবরূরের প্রতিদান। (বুখারী ১৭৭৩)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন