কাতারের মাঝে বসা ব্যক্তিকে উঠিয়ে সেখানে বসা

জিজ্ঞাসা–১৬৪৯: কাতারে বসা আছে এমন ব্যক্তিকে উঠিয়ে দিয়ে আরেকজন বসা কেমন? এটা কি গুনাহ? আমাদের মসজিদে এমনটা করা হয়। মসজিদের মুতাওয়াল্লি আসলে তখন তিনি সামনের কাতারে বসার জন্য এরকম প্রায় করে থাকেন।–আব্দুস সাবুর।

জবাব:  এমনটি করা শিষ্টাচার পরিপন্থী বিধায় মাকরূহ। হাদিস শরিফে এসেছে, আব্দুল্লাহ ইবন উমর রাযি. বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

لا يُقِيمُ الرَّجُلُ الرَّجُلَ مِن مَجْلِسِهِ ، ثُمَّ يَجْلِسُ فيه

কোন ব্যক্তি অপর কাউকে তার বসার স্থান থেকে উঠিয়ে দিয়ে সে সেখানে বসবে না। (বুখারী ৬২৬৯)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন