কাপড়ে পেশাব লাগলে করণীয়

জিজ্ঞাসা–১৫০৬: আমার প্যান্টে হালকা প্রসাব লেগেছিল একদমই হালকা যে, তেমন বুঝা যায় না এবং কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যায়। তবুও আমি ওই অংশটুকু ধুয়েছি। ভালোভাবেই ধুয়েছি।  এখন আমি এই কাপড় নিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে? বিঃদ্রঃ আমার ছোট বোন (১.৫ বছর) এর প্রসাব লেগেছিল।–জাহিদ হোসেন।

জবাব: যেহেতু মানুষের পেশাব নাজাসাতে গলিযা (কঠোর নাপাক), তাই প্যান্টের যতটুকুতে লেগেছে, ততটুকু ধুয়ে ফেলা জরুরি। পুরো প্যান্ট ধোয়া জরুরি নয়। হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেন,

استنزهوا من البول فإن عامة عذاب القبر منه

তোমরা পেশাবের অপবিত্রতার ব্যাপারে সতর্ক থাক। কারণ অধিকাংশ কবরের আযাব এর কারণে হয়ে থাকে। (দারাকুতনী ৪৭৬)

আর আপনি যেহেতু যতটুকুতে লেগেছে, ততটুকু ধুয়ে নিয়েছেন, তাই আপনার উক্ত প্যান্ট পাক হয়ে গিয়েছে। সুতরাং এটি পরিধান করে নামাজ পড়তে পারবেন।

والله أعلم بالصواب