জিজ্ঞাসা–১০৬৮: আমার এক আত্মীয় কৃষি ব্যাংক এ চাকরি করেন এবং তিনি লোন প্রদান করেন । তিনি আমাকে হাদিয়াস্বরূপ অর্থ প্রদান করেছেন। এখন এটি আমার গ্রহণ করা কি জায়েয?–মাহিন।
জবাব: এক্ষেত্রে শরিয়তের মূলনীতি হল, হারাম উপার্জনকারীর যদি হালাল-হারাম উভয় ধরনের সম্পদ থাকে এবং সে তার হারাম সম্পদ থেকে হাদিয়া দিয়ে থাকে তাহলে তা গ্রহণ করাও হারাম। আর যদি হালাল সম্পদ থেকে হাদিয়া দিয়ে থাকে তাহলে তা গ্রহণ করাও হালাল হবে।
তবে কোন সম্পদ থেকে দিয়েছে তা যদি জানা সম্ভব না হয়, তাহলে দেখতে হবে তার অধিকাংশ সম্পদ হালাল না হারাম। যদি অধিকাংশ সম্পদ হালাল হয়, তাহলে হাদিয়া গ্রহণ করা বৈধ। আর যদি অধিকাংশ সম্পদ হারাম হয়, তাহলে হাদিয়া গ্রহণ করা বৈধ হবে না।
আর যে সকল ক্ষেত্রে কিছুই জানা যাবে না, সে সকল ক্ষেত্রে হাদিয়া গ্রহণ করা থেকে বিরত থাকার মাঝেই সতর্কতা রয়েছে। বিস্তারিত জানার জন্য পড়ুন- জিজ্ঞাসা নং-৩৪৪ ও জিজ্ঞাসা নং–৪৩৮।
আপনি আপনার উক্ত আত্মীয় থেকে হাদিয়া গ্রহণ করতে পারবেন কিনা, তা উক্ত মূলনীতির আলোকে বিচার করবেন।
শায়েখ উমায়ের কোব্বাদী