কোরআন খতম করে দোয়া করা যাবে?

জিজ্ঞাসা–১৪৯৩: আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ। এই প্রশ্নটার উত্তরটা খুব তাড়াতাড়ি দিলে ভালো হতো। কুরআন খতম শেষে নির্দিষ্ট কারো জন্য দুআ করা যাবে? যেমন আমার নানা নেই তার আত্মার মাগফেরাত কামনায় দুআ করা যাবে? আর কুরআন খতম করে নিজের জন্য শুধু দুআ করা যায় না সংসারের জন্যও দুআ করা যায়?–হুমায়রা।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

প্রশ্নকারী দীনী বোন, কুরআন খতম বা তিলাওয়াত করে দোয়া করা নিষেধ নয়। সুতরাং কুরআন খতম শেষে আপনি নিজের জন্য, আপনার মরহুম নানার জন্য, আপনার পরিবারসহ অন্যান্যদের জন্য দোয়া করতে পারেন। ইবনু কুদামা রহ. বলেন,

ويستحب أن يجمع أهله عند ختم القرآن وغيرهم ؛ لحضور الدعاء. قال أحمد : كان أنس إذا ختم القرآن جمع أهله وولده. وروي ذلك عن ابن مسعود وغيره

কুরআন মজিদ খতমকালে দোয়ায় উপস্থিত থাকার জন্য নিজের পরিবার ও অন্যদেরকে একসাথ করা মুস্তাহাব। ইমাম আহমদ রহ. বলেছেন, আনাস রাযি. কুরআন খতম করে নিজ পরিবার ও সন্তানকে একত্র করতেন। আর এটি আব্দুল্লাহ ইবনু মাসউদ রাযি. ও অন্যদের থেকেও বর্ণিত হয়েছে। (আলমুগনী ২/১২৬)

উল্লেখ্য, কুরআন খতম বা তিলাওয়াত করে বিনিময় গ্রহণ করা নিষেধ।

والله أعلم بالصواب