খৃষ্টান মিশনারী স্কুলে শিক্ষকতা করা অথবা চাকরি করা বৈধ কিনা?

জিজ্ঞাসা–১৪৩৪: খৃষ্টান মিশনারী স্কুলে শিক্ষকতা করা অথবা চাকরি করা বৈধ কি না?–মাহমুদ হাসান।

জবাব: প্রিয় প্রশ্নকারী ভাই, যে সকল প্রতিষ্ঠানে শিক্ষকতা বা চাকরি করলে নিজের ঈমান-আমলের ক্ষতি হবার সম্ভাবনা থাকে, সে সকল প্রতিষ্ঠানে শিক্ষকতা বা চাকরি করা জায়েয নয়। আর ঈমান-আমলের ক্ষতির সম্ভাবনা না থাকলে শিক্ষকতা বা চাকরি করা নিষেধ নয়। কেননা, আল্লাহ তাআলা বলেছেন,

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ

সৎকর্ম ও আল্লাহভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। (সূরা মায়েদা ২)

শরীয়তের উক্ত মুলনীতির আলোকে খৃষ্টান মিশনারী স্কুলে শিক্ষকতা করা অথবা চাকরি করা জায়েয হবে না।

والله أعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 1 =