খোলা তালাকের ক্ষেত্রে স্বামী স্ত্রীর কাছে ক্ষতিপূরণ দাবী করা

জিজ্ঞাসা–১৬২৩: আমার খালাতো বোনের স্বামী তাকে খুব কষ্ট দিত। এমনকি তার গায়েও হাত তুলত। এখন খালাতো বোন তার স্বামী বরাবর খোলা করার জন্য নোটিশ পাঠিয়েছে। তার স্বামীও রাজি আছে। কিন্তু সে বলে, তার নাকি অনেক ক্ষতি হয়ে গেছে। এজন্য সে ক্ষতিপূরণ হিসেবে আমার খালুর কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবী করছে। এই দাবী করাটা তার জন্য জায়েয হচ্ছে কিনা?–নাম প্রকাশে অনিচ্ছুক।

জবাব: প্রশ্নের বিবরণ যদি সত্য হয় তাহলে উক্ত ব্যক্তির ক্ষতিপূরণ দাবী করাটা স্পষ্ট অন্যায়। কেননা, খোলা তালাক যদি স্বামীর দোষের কারণে হয়ে থাকে তাহলে তালাকদাতার জন্য খোলার বিনিময়ে স্ত্রী থেকে কোনো কিছু গ্রহণ করা হারাম হয়। আর স্ত্রীর দোষের কারণে হয়ে থাকলে মহর সমপরিমাণ নেওয়া বৈধ হয়। এরচেয়ে বেশি নেওয়া মাকরূহ বা অনুত্তম হয়। (বাদায়েউস সানায়ে ২/২৩৫)

প্রখ্যাত তাবেয়ী ইবরাহীম নাখায়ী রহ. বলেন,

إذا جاء الأمر من قبلها حل له ما أخذ منها، فإن جاء من قبله لم يحل له ما أخذ منها.

খোলা তালাক যদি মহিলার দোষের কারণে হয়ে থাকে তাহলে স্বামীর জন্য তার থেকে যা নিবে তা বৈধ হবে। আর যদি স্বামীর দোষে হয় তাহলে স্ত্রী থেকে যা নিবে তা বৈধ হবে না। (মুসান্নাফে আবদুর রাযযাক ১১৮২৫)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন