গজল গাওয়া ও শোনা জায়েয আছে কি?

জিজ্ঞাসা–৩২৯: গজল বলার বিধান কি?–মোঃ হারুনুর রশিদ, ধামইর হাট।

জবাব:  যদি গজলের মধ্যে শিরকি ও অনৈতিক কথা এবং বাদ্য-বাজনা না থাকে  তাহলে গজল গাওয়া এবং শোনা জায়েয আছে। তবে খেয়াল করতে হবে, যেন এর দ্বারা ইবাদতের মাঝে গাফলতী কিংবা ক্ষতি না হয়।

দলিল–

حَسَّانَ بْنَ ثَابِتٍ الْأَنْصَارِيَّ يَسْتَشْهِدُ أَبَا هُرَيْرَةَ أَنْشُدُكَ اللَّهَ هَلْ سَمِعْتَ النَّبِيَّ ﷺ يَقُولُ يَا حَسَّانُ أَجِبْ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ الْقُدُسِ قَالَ أَبُو هُرَيْرَةَ نَعَمْ

হাসসান বিন সাবেত আনসারী রাযি. হযরত আবূ হুরায়রা রাযি.-কে আল্লাহর কসম দিয়ে একথার সাক্ষ্য চেয়ে বলেন, ‘আপনি কি রাসূল ﷺ কে একথা বলতে শুনেছেন, হে হাসসান! রাসূলুল্লাহ ﷺ এর পক্ষ থেকে [কবিতার মাধ্যমে মুশরিকদের] জবাব দাও। হে আল্লাহ! হাসসানকে রূহুর কুদুস [জিবরাঈল] দ্বারা সাহায্য কর।’ আবূ হুরায়রা রাযি. বলেন, হ্যাঁ। (সহীহ বুখারী: ৪৫৩)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =